পাইকগাছায় কবুতর নিয়ে গোলযোগে হাতুড়ি পেটায় দু’সহোদরকে গুরুতর যখমের ঘটনা ঘটেছে।
আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অভিযোগে জানানো হয়, কবুতর নিয়ে ঝগড়ায় শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার চেচুয়া গ্রামের মোহাম্মদ আলী দপ্তরীর ছেলে জালাল (২৮) ও তার ভাই মিজানুর (৩৫) কে একই গ্রামের জিন্নাত ও তার ছেলে রনি, মেয়ে মনিরা ও স্ত্রী ফাতেমা হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করে। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে পাইকগাছা উপজেস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
ভুক্তভোগী পরিবারের একজন মোহাম্মাদ দপ্তরী জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আর//দৈনিক দেশতথ্য// ১১ জুন-২০২২//

Discussion about this post