Print Date & Time : 20 April 2025 Sunday 7:18 am

পাইকগাছায় নবনির্মিত মডেল মসজিদের জুম্মার নামাজে মুসল্লীদের ঢল

শেখ নাদীর শাহ্,পাইকগাছা:

খুলনার পাইকগাছায় নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত প্রথম জুম্মার নামাজ আদায়ে নামে শত মুসল্লীর ঢল।

শুক্রবার নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি উদ্বোধনের পর প্রথম জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়।

দৃষ্টিনন্দন এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নামাজ আদায় শেষে বহু মুসল্লী সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানান।

এদিকে শুক্রবার বেলা সাড়ে ১২টার পর থেকে মসজিদটিতে প্রথম জুম্মার নামাজ আদায়ে উপজেলার ভিভিন্ন এলাকার মুসল্লীরা উপস্থিত হতে থাকেন।
শুক্রবার অনুষ্ঠিত প্রথম জুম্মার নামাজে ইমামতি করেন পাইকগাছা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আশরাফুল ইসলাম। জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পাইকগাছা কোর্ট জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা শামসুদ্দিন। খুতবার আগে নবনির্মিত এ মডেল মসজিদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//