Print Date & Time : 3 July 2025 Thursday 12:15 am

পাইকগাছায় নারীর লাশ উদ্ধার

শেখ নাদীর শাহ্,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার চাঁদখালীর একটি ধানক্ষেত থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
মৃত তাজমিরা বেগম (৩৮) নামেসে উপজেলার চাঁদখালীর ধামরাইল গ্রামের মীর ওবায়দুল্লার স্ত্রী।

মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয়রা ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের স্বামী ওবায়দুল্লার উদ্বৃতি দিয়ে থানা পুলিশ জানায়, তাজমিরা পার্শ্ববর্তী একটি ইটভাটায় রান্নার বাবুর্চির কাজ করতেন। প্রতিদিনের মত মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে বাড়ি থেকে ইট ভাটার উদ্দেশ্যে বেরিয়েছিল। এরপর তাদেরই ধানক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে কে বা কারা এবং কি কারণে তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শনপূর্বক লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//