খুলনার পাইকগাছার লতা শামুকপোতা ও পুটিমারী গ্রামের শ্রী শ্রী মনসা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় স্থানীয় উলুবুনিয়া নদীতে অনুষ্ঠিত গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জয় মা দল, দ্বিতীয় জীবণ তরি ও তৃতীয়স্থান অধিকার করে ব্লাক বয় দল।
প্রতিযোগীতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র মন্ডল, আওয়ামী লীগ নেতা কালিপদ বিশ্বাস, দিলীপ রায়, প্রাণ কৃষ্ণ মন্ডল, মোঃ আজিজ সরদার, মতলেব সানা, দীনেশ তরফদার, নিশিকান্ত মন্ডল, হাসান সরদার, আলমগীর খলিফা, মোঃ নূর মোহাম্মদ গাজী, প্রভাষক বিষ্ণুপদ মন্ডল, প্রধান শিক্ষক লক্ষন চন্দ্র মন্ডল, অজয় রায়, আশিষ রায়, যুবলীগ নেতা পুলকেশ রায়, মৃগাঙ্ক বিশ্বাস, ফেরদৌস ঢালী, হিরামন মন্ডল, পলাশ বাছাড়, উত্তম মন্ডল, ইউপি সদস্য আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, বিজন হলদার, ফেরদৌস ঢালী, মিসেস বিনতা বিশ্বাস, মিসেস রিনা পারভীন, লতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিদ্যুৎ কুমার বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিপন রায়, ছাত্রলীগ নেতা দীপায়ন বিশ্বাস, অমৃত লাল সরকার, জয় খাঁ, আনন্দ বিশ্বাস, চিরনজিত বিশ্বাসসহ অন্যান্যরা।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৭,২০২২//

Discussion about this post