খুলনার পাইকগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ হল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর বিয়ে। বুধবার দুপুরে নোটারী পাবলিকের মাধ্যমে আয়োজন চলছিল ঐ বাল্য বিয়ের। বর উপজেলার চাঁদখালী গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম (১৯) আর কনে বিষ্ণুপুরের আজগর আলী গাজীর মেয়ে স্থানীয় বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো: আলতাফ হোসেন ঘটনাস্থলে গিয়ে ঐ বিয়ে বন্ধ করে দেন।
সূত্র জানায়, বুধবার (১৫ জুন) দুপুরে উভয় রিবারের সম্মতিতে পাইকগাছা জুডিশিয়াল আদালত প্রাঙ্গনে অবৈধ নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের আয়োজন করেন বরের ভাই রবিউল ইসলাম ও মেয়ের ভাই বিল্লাল হোসেন।
সর্বশেষ অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন বিয়েটি বন্ধ করেন। এসময় মেয়ের ভাই বিল্লাল ও ছেলের ভাই রবিউল ইসলামকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালতে হাজির করেন। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বাল্য বিবাহ নিরোধ আইনে বরের ভাইকে তিন হাজার টাকা এবং মেয়ের ভাইকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এরপর উভয় পক্ষের মুচলেকার মাধ্যমে তাদের জামিন প্রদান করেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৫,২০২২//