খুলনার পাইকগাছায় পহেলা বৈশাখ ১৪২৯ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু’র নেতৃত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের তত্ত্বাবধানে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। এরপর দিনটির ঐতিহ্য ও তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, প্যানেল মেয়র মাহবুবর রহমান রঞ্জু, অধ্যক্ষ মিহিরবরণ মন্ডল, ওসি (অপারেশন) মোঃ সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিপ্লব কান্তি বৈদ্য, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, প্রভাষক আঃ রাজ্জাক, মাসুদুর রহমান, সুস্মিতা সরকার, উজ্জ্বল বিশ্বাস, পঞ্চানন সরকার, মোঃ আব্দুল ওহাব, প্রণব বিশ্বাস, প্রদেশ মল্লিক, পিআইও ইমরুল কায়েস,পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, উপ- সহকারী প্রকৌশলী (ত্রাণ) মোঃ মিজানুর রহমান, শেখ তোফায়েল আহম্মেদ সহ শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, আইন-শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ ও উপজেলার নানা শ্রেণী-পেশার মানুষ।
এবি//দৈনিক দেশতথ্য//১৩ এপ্রিল,২০২২//

Discussion about this post