Print Date & Time : 26 August 2025 Tuesday 6:53 am

পাইকগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

খুলনার পাইকগাছায় পুকুরের পানিতে ডুবে সিয়াম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৭ অক্টোবর) সকালে উপজেলার চাঁদখালীর গড়ের আবাদ এলাকায় হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে।

শিশু সিয়াম (৩) উপজেলার চাঁদখালীর উত্তর গড়ের আবাদ গ্রামের আশরাফুল মোল্লার ছেলে।

শিশু সিয়ামের দাদা জামাল মোল্লা জানান, তিনি সকালে সিয়ামকে নিয়ে বাড়ির পাশ্ববর্তী একটি দোকানে নিয়ে যান। সেখান থেকে চা খেয়ে বাড়িতে ফিরে তার মায়ের কাছে তাকে রেখে তিনি মাঠের ধানক্ষেত দেখতে যান। এর কিছুক্ষণ পর তিনি খবর পান সিয়াম বাড়ির পাশের একটি পুকুরে পড়েছে। সেখান থেকে বাড়িতে ফিরে জানতে পারেন আশপাশের লোকজন সিয়ামকে পুকুরের পানি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

সর্বশেষ পানিতে ডুবে শিশু সিয়ামের মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৭,২০২২//