“তামাক নয়, খাদ্য ফলান” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ পালিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বণার্ঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৩১ মে) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল।
এসময় দিবসটির তাৎপর্য উপস্থাপন করে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, কবিরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর
রহমান।
এসময় প্রভাষক আঃ রাজ্জাক, প্রধান শিক্ষক রাশিদা খানম, মিলি ইয়াসমিন, সেলিনা পারভীন, খালেদা খাতুন, এস এম শফিকুল ইসলাম, সবুর খাঁ, সুষমা রাণী মন্ডল, সহকারী শিক্ষক রামপ্রসাদ সরদার, প্রীতিশ সরকার, শামসুর নাহার, জেসমিন আরা, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি সভাপতি জি এম শুকুরুজ্জামান, সদস্য হাবিবুর রহমান মুছা সহ স্কাউট সদস্য ও উপজেলার বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//মে ৩১,২০২৩//

Discussion about this post