খুলনার পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের বাস্তবায়নে বুধবার (১ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র’র সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উক্ত অবহিতকরণ ও পরিকল্পণা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউএফপিও আব্দুল্লাহ আল মামুন, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, আরএমও ডা: সাফিকুল ইসলাম সিকদার, জুনিয়র কনসালট্যান্ট গাইনী ডাঃ সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, ডাঃ মোঃ তাজুল ইসলাম, ডাঃ রেজাউল ইসলাম, ডাঃ মোঃ ইব্রাহীম গাজী, ডাঃ মাহবুব উল আলম, ডাঃ রাকেশ মন্ডল,ডাঃ সালিহা মাহজাবীন প্রমি,এইচআই মীর আঃ সেলিম, এমটিইপিআই সাহানারা পারভীন, বেবী সরদার, তুষার সরকার, হালিমা পারভীন, মোঃ ন‚র আলী মোড়ল, মোছাঃ রোজিনা খানম, সহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে উপজেলায় আগামী ১২ জুন থেকে ১৫ জুন ৪ দিনব্যাপী ইপিআই কেন্দ্রসম‚হে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যম্পেইনের সময় নির্ধারণ করা হয়। উপজেলায় এবারে ক্যাম্পেইনের আওতায় সর্বোমোট উদ্দিষ্ট শিশুর ২৪,৪৫২ জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী মোট ২৫৯৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপস্যুল এবং ১২ থেকে ৪৯ মাস বয়সী মোট ২১৮৫৭ জন শিশুদেরকে লাল রঙের ভিটামিন এ ক্যাপস্যুল খাওয়ানো হবে। উপজেলায় মোট কেন্দ্র সংখ্যা ২৪১ টি। সেগুলোতে সর্বোমোট স্বেচ্ছাসেবিকার সংখ্যা ৪৮২ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার বিশ্বব্যাপী করোনা মহামারীর প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে এবং করোনার সংক্রমণ প্রতিরোধের স্বার্থে ইপিআই কেন্দ্রসম‚হে সামাজিক নিরাপত্তা বিষয়ক সতর্কতা মেনে ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। একই সাথে সঠিক নিয়মে শিশুদেরকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি পুষ্টি বিষয়ক স্বাস্থ্য বার্তা সম‚হের ব্যাপক প্রচারণার নির্দেশনা প্রদান করে ক্যাম্পেইন সফল করতে উপজেলার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।
আর//দৈনিক দেশতথ্য//১ জুন-২০২২//

Discussion about this post