Print Date & Time : 26 May 2025 Monday 5:14 am

পাইকগাছায় ভূমি মেলার উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) সকালে ভূমি মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালীটি শুরু হয়ে উপজেলা ভূমি অফিস চত্বরে গিয়ে সেখানে বেলুন উড়িয়ে ও পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীমের সভাপতিত্বে ভূমি চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ওসি তদন্ত ইদ্রিসুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমবায় অফিসার হুমায়ূন কবির, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাসসহ অন্যান্যরা।