Print Date & Time : 22 August 2025 Friday 12:42 am

পাইকগাছায় ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন

খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (২২ মে) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ভূমি সপ্তাহ’র উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক।

বক্তব্য রাখেন, পাইকগাছা পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান।

অনুষ্ঠানে পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, পিআইও ইমরুল কায়েস, মোঃ আব্দুল বারী, কার্তিক চন্দ্র হালদার, প্রতুল জোয়াদ্দারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আর//দৈনিক দেশতথ্য//২২ মে-২০২২