খুলনার পাইকগাছায় শিল্পী ঢালী (১৪) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা
করেছে। শনিবার (০৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের
খড়িয়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। প্রেম ঘটিত কারণে পারিবারিক কলহে সে মামার
বাড়িতে গিয়ে বসত ঘরের আড়ায় গলাায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে থাকথে পারে
বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত স্কুল শিক্ষার্থী শিল্পী উপজেলার চাঁদখালীর কাটাবুনিয়া গ্রামের নিতাই ঢালীর মেয়ে।
মৃতের পারিবারিক সুত্র জানান, শনিবার (০৬ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে
উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া খাল সংলগ্ন মামার বাড়ীর বসত ঘরের আড়ায়
গঁলায় ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করেছে।
এর আগে নিহতের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ খুমেক
হাসপাতালে পাঠানো হয়েছিল বলে নিশ্চিত করেছিলেন মামলার তদন্তকারী
কর্মকর্তা এসআই সুকান্ত কর্মকার।
ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম জানান, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায়
ঠিক কোন কারণ রয়েছে কি না তা নিশ্চিতে নিহতের ময়না তদন্তের রিপোর্টের
জন্য অপেক্ষা করতে হবে। সর্বশেষ এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা
হয়েছে। (যার নং-২৮)
যদিও প্রেমের সম্পর্কের জেরে পারিবারিক কলহে আবেগতাড়িত হয়ে ওই স্কুল
ছাত্রী আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সর্বশেষ এব্যাপারে জানতে সোমবার (৮ আগস্ট) রাত ৮টায় পাইকগাছা থানার
অফিসার ইনচার্জ(ওসি) জিয়াউর রহমানের ব্যবহৃত নম্বরে কল করলেও তিনি রিসিভ
না করায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।
এবি//দৈনিক দেশথ্য//আগস্ট ০৮,২০২২//

Discussion about this post