Print Date & Time : 16 September 2025 Tuesday 3:55 pm

পাইকগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হাকিম (৭০) নামে এক বাইসাইকেল আরোহী বৃদ্ধ নিহত হয়েছে।

রোববার (০৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার গদাইপুর এলাকার বোয়ালিয়া ব্রীজ রোডে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম উপজেলার পুরাইকাটি গ্রামের মৃত মাদার গাজীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে আব্দুল হাকিম নামের ওই ব্যক্তি বাইসাইকেল চালিয়ে বোয়ালিয়া কপোতাক্ষ ব্রীজ রোডের জনৈক তাজউদ্দীনের বাড়ির সামনে পৌঁছালে একই এলাকার কোনা গাজীর ছেলে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে ধাক্কা দেয়। এসময় তিনি বাইসাইকেল থেকে ছিটকে পড়ে মাথা ফেটেযায়। কান ও মুখ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে।

এরপর তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে

শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আর//দৈনিক দেশতথ্য//৪ সেপ্টেম্বর-২০২২