খুলনার পাইকগাছায় কেক কাঁটা, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সাড়ম্বরে উদযাপিত হয়েছে।
পাইকগাছা প্রেসক্লাব মিলোনয়তনে সোমবার (৬ জুন) সকাল ১১ টায় দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি এস এম আলাউদ্দিন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত কেক কাঁটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক, পৌর প্যানেল মেয়র মাহবুবর রহমান রঞ্জু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, অধ্যক্ষ মিহির বরুণ মন্ডল, সাবেক সহকারী অধ্যাপক রমেন্দ্র নাথ সরকার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরে কৃষ্ণ দাশ, ব্যবসায়ী নেতা শুকুরুজ্জামান, নিজাম উদ্দিন, কাউন্সিলর গফফর মোড়ল, প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, সাংবাদিক এন ইসলাম সাগর, জি এম মিজান, স্নেহেন্দু বিকাশ, প্রমথ সানা, বিভাসিন্ধু সরকার, আলাউদ্দিন রাজা, বজলুর রহমান, এফ এম বদিউজ্জামান, আসাদুল ইসলাম, পূর্ণ চন্দ্র মন্ডল, কৃষ্ণ রায়, এইচ এম হাসেম, শেখ নাদীর শাহ্, শারিয়ার কবির প্রমুখ।
সবশেষে প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
আর//দৈনিক দেশতথ্য//৬ জুন-২০২২//