শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) : খুলনার পাইকগাছায় শ্রমিক লীগের হরিঢালী ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক ও আওয়ামী সরকারের ক্যাডার মনিরুল ইসলাম সরদারকে আটক করেছে পুলিশ।
সে উপজেলার হরিঢালী ইউনিয়নের সদর এলাকার বাসিন্দা চাঁদ আলী সরদারের ছেলে।
বৃহস্পতিবার (০৬ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে হরিঢালী পুলিশ ফাঁড়ি এলাকায় সন্দেহ জনক চলাফেরা করায় এএসআই মফিজুল ইসলাম তাকে আটক করে। আটকের পর তার পরিচয় জানাযায়।
স্থানীয়দের অভিযোগ, ফ্যাসিস্ট সরকারের স্থানীয় অন্যতম এ মনিরুল প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্ম করেছে। তাছাড়া গত ১৭ বছর আওয়ামীলীগ ক্ষমতায় থাকা কালীন বিভিন্ন সময়ে সে উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠন গুলোর নেতা-কমীদের উপর হামলায় সরাসরি নেতৃত্ব দিয়েছে।

Discussion about this post