Print Date & Time : 10 May 2025 Saturday 11:10 pm

পাইকগাছায় সড়ক দুর্ঘটনা রোধে নিসচা’র মতবিনিময়

খুলনার পাইকগাছায় সড়ক দুর্ঘটনা রোধকল্পে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে মতবিনিময় করছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে নিজ কার্যালয়ে উপজেলা পরিষদর চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু নিশচার উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এ সময় সড়ক দুর্ঘটনা রোধকল্পে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের যানজট নিরসন,পৌর সদরের প্রধান সড়কে যত্র তত্র বাস পার্কিং বন্ধ, বাধ্যতামূলক হেলমেট ব্যবহার, ইজিবাইকর ডানপাশের জানালা বন্ধ রাখাসহ সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে সহায়তা প্রদান সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নিসচা উপজলা শাখার সভাপতি এইচএম শফিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মাঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি ইলিয়াস হাসান, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, ইউপি সদস্য মরী রানী সরদার, মাসুম বিল্লাহ, মিনারুল ইসলাম, পরিবহন প্রতিনিধি আগস্টিন সরকার প্রমূখ।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১১,২০২২//