খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলীর একটি পরিত্যক্ত ঘরের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় সত্তরোর্ধ্ব এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া বাজারের হোমিও চিকিৎসক নিতাই পদ দাশের পরিত্যক্ত দোকান ঘরের (চেম্বার) ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলের পর থেকে অতিরিক্ত দুর্গন্ধ ছড়ালে ঘরটির ভেতরে উুঁকি দিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল।
এলাকাবাসী জানান, গত প্রায় ৬ মাস পূর্বে হোমিও চিকিৎসক নিতাই পদ দাশের মৃত্যু হলে সেই থেকে তার ব্যবহৃত ঘরটি পরিত্যক্ত রয়েছে।
আর কাটিপাড়া বাজারে গত কয়েকমাস যাবত এক মানসিক ভারসাম্যহীন নারী (পাগলী) ঘোরা ফেরা করছিল। স্থানীয়দের ধারণা পরিত্যক্ত ওই ঘরের জানালা দিয়ে প্রবেশ পথ থাকায় ওই মানষিক ভারসাম্যহীন নারী জানালা দিয়েই ভেতরে প্রবেশ করে থাকতে পারে। তবে ঠিক কোন কারণে ও কবে তার মৃত্যু হয়েছে তা কেও নিশ্চিত হয়ে বলতে পারেননি।
এব্যাপারে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশটি মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ওই বৃদ্ধার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০১,২০২৩//

Discussion about this post