Print Date & Time : 25 August 2025 Monday 4:07 pm

পাইকগাছায় সমবায় দিবস উদযাপিত

খুলনার পাইকগাছায় ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে ৷ শনিবার (০৫ নভেম্বর) সকাল ১০টায় বর্ণাঢ্য র্র্যালি শেষে উপজেলা পরিষদ মিলানয়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা থানার তদন্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, রাড়ুলী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমেটেড’র সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর ,পাইকগাছা ইউসিসি লিঃ এর চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক গাজী ও উপজেলা সমবায় সমিতির পরিচালক বেনজীর আহমেদ। সবশেষে শ্রেষ্ঠ সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতিকে পুরস্কৃত করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২০২২//