Print Date & Time : 11 May 2025 Sunday 3:20 am

পাইকগাছায় ৩টি চিংড়ী ঘেরে বিষ প্রয়োগ

খুলনার পাইকগাছা উপজেলার ধোনারদোয়ানিয়া বিলের তিনটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগে অন্তত ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে।

ভুক্তভোগী  সিদ্দিকুর রহমান জানান, বৃস্পতিবার (৯ জুন) গভীর রাতে কে বা কারা তার ঘেরসহ পাশের আরো দুটি হাবিবুর রহমান ও হাসান গাজীর ঘেরে বিষ প্রয়োগ করে। এতে ঘেরের বাগদা, গলদা ,পার্শ্বে ,ট্যাংরাসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে যায়। ঘটনায় তাদের অন্তত ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।

সর্বশেষ একই রাতে তিনটি ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় গোটা বিলে বিষ আতংক বিরাজ করছে। ছোট ছোট ঘের মালিকরা বিষ প্রয়োগ ঠেকাতে স্ব-স্ব ঘের পাহারা দিচ্ছে বলেও জানানো হয়েছে।

আর//দৈনিক দেশতথ্য// ১১ জুন-২০২২//