খুলনার পাইকগাছায় এসএসসি (ভোকেশনাল) গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেডি শাহপাড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে (ভোকেশনাল) পরীক্ষা শুরুর পর বেলা ১১টায় গণিত পরীক্ষা চলাকালীন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ ওই ৩ শিক্ষার্থীদেরকে অসদুপায় অবলম্বনের দায়ে এ বহিস্কারাদেশ প্রদান করেন।
বহিষ্কৃতরা হলো, জাহেরুল ইসলাম, কর্ণ সরদার ও ইমরান হোসেন।
এসময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী ওই কেন্দ্রে উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২২,২০২২//

Discussion about this post