Print Date & Time : 22 April 2025 Tuesday 9:40 am

পাইকগাছার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা):
পাইকগাছা সদরের সরল খাঁ দীঘিতে পানিতে ডুবে অতুল দাশ (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সে পৌর সদরের সরল ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কনেক চন্দ্র দাশের ছেলে।

সোমবার সকালে সরল খাঁ দীঘি থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। সর্বশেষ এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, অতুল দাশ নামের ওই ব্যক্তি গতকাল সকালে সরল খাঁ দীঘিতে গোসল করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর বহু সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে না ফেরায় তার ছেলেসহ পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে সরল খাঁ দীঘির পাড়ে গিয়ে নিহতের কাপড় পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক তারা দীঘির পানিতে নেমে তার নিথর দেহ উদ্ধার করে চিকিৎসার জন্য পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিলা আফরোজ তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারসহ স্থানীয়দের ধারণা দীঘির আশপাশে কেউ না থাকায় অসাবধানতাবশত পানিতে ডুবে ওই বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় দীঘির পানিতে ডুবে মৃত ব্যক্তির লাশের সুরত হাল রিপোর্ট শেষে শেষকৃত্যের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দৈনিক দেশতথ্য// এইচ//