Print Date & Time : 28 July 2025 Monday 11:51 am

পাইকগাছার বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী পালিত

শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) ॥ করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বর আয়োজনে পালিত হল জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার প্রফুল্ল চন্দ্র রায় পিসিরায়ের ১৬০ তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে বিজ্ঞানীর গ্রামের বাড়ি পাইকগাছার রাড়–লীতে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন তার প্রতিকৃতিতে (ম্যূরাল) মাল্যদান ও সীমিত পরিসরে আলোচনা সভার আয়োজন করে।

এ উপলক্ষে সকাল ১০ টায় পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,প্রভাষক ময়নুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত থেকে ম্যূরালে পুষ্পমাল্য অর্পণ করেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড, আচার্য প্রফুল্ল চন্দ্র সাহিত্য পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, রাড়ুলী ইউনিয়ন চাকুরিজীবি মানবকল্যাণ সোসাইটিসহ বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পন করেন।

এসময় আচার্য প্রফুল্ল চন্দ্র সাহিত্য পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরের সাবেক প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, তপন পাল,পঞ্চানন চক্রবর্তী, দিপংকর বিশ্বাস, পরিমল দাশ, মো: আব্দুল গফুর গোলদার।

প্রসঙ্গত, জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ১৮৬১ সালের ২ আগস্ট জন্মগ্রহন করেন খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলীতে। ১৯৪৪ সালের ১৬ জুন তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে জেলা প্রশাসকের পক্ষে প্রতিবছর ব্যাপক আড়ম্বরে তার জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপিত হলেও চলতি করোনাকালে কোন প্রকার আড়ম্বরতা ছাড়াই পালিত হচ্ছে দিবসটি।