(স্বেচ্ছাশ্রমে পাইকগাছার বোয়ালিয়ার জেলে পল্লী সংলগ্ন ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ সংস্কার)
শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছা উপজেলার বোয়ালিয়া জেলে পল্লী এলাকার ভাঙ্গণকবলিত রিং বাঁধটি উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানে সহযোগিতায় এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) স্থানীয় এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে জোয়ারে অস্বাভাবিক পানির চাপে ক্ষতিগ্রস্থ বাঁধটির সংস্কার করা হয়েছে।
প্রসঙ্গত, গত দু’দিনে পূর্ণিমায় অস্বাভাবিক জোয়ারে পানি বৃৃৃৃদ্ধিতে উপজেলার বোয়ালিয়া জেলে পল্লী সংলগ্ন রিং বাঁধটি কপোতাক্ষের উগরে দেওয়া পানিতে জেলে পল্লীসহ আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে কাঁচাঘর বাড়ির ব্যাপক ক্ষতি হয়।
খবরপেয়ে গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রাশাসনকে অবহিত করেন। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও চেয়ারম্যান কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধটি মেরামত করা হয়েছে। নির্মাণ কাজে জনসাধারণকে কে উৎসাহীত করতে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম নিজে রোজা রেখে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন।
এসময় উপস্থিত ছিলেন, পিআইও ইমরুল কায়েস, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।
সর্বশেষ স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্থ বাঁধটি সংস্কার করতে পারায় এলাকাবাসী উপজেলা প্রশাসন সহ স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে টেঁকসই বেঁড়িবাঁধ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২০,২০২২//