শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) ॥ করোনাকালে স্বাস্থ্য সচেতনতায় বৃহত্তর স্বার্থে খুলনার পাইকগাছা উপজেলার সর্ব বৃহৎ চাঁদখালী পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গত রবিবার (১১ জুলাই) উপজেলা প্রশাসনের নির্দেশে এ হাটের সকল প্রকার দোকান-পাট ও পশুর হাটি বন্ধ করে দেওয়া হয়।
দেশের ভয়াবহ করোনা পরিস্থিতিতে বাজারে জনসমাগম নিয়ন্ত্রনে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের ব্যাপক তৎপরতার মধ্যেও স্বাস্থ্য বিধি উপেক্ষা করে শুরুতেই চাঁদখালী বাজারে দোকান পাট ও পশুর হাটটি খোলা রাখায় ব্যাপক জনসমাগমের প্রেক্ষিতে ঝুঁকির মধ্যে প্রশ্নবিদ্ধ হয় বিষয়টি।
লকডাউন বা বিধিনিষেধ কার্যকর করতে সর্বশেষ রবিবার সকালে উপজেলা প্রশাসনের নির্দেশে স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব আব্বাস উদ্দীন, আনছার ও সিপিপি সদস্যসহ স্থানীয়রা দোকানপাট সহ পশুরহাটটি বন্ধ করে দেন।
প্রসঙ্গত, গত রবিবার (১১ জুলাই) সকালে বিধিনিষেধে কার্যকর করতে গিয়ে গরুর হাটের সাবেক ইজারাদার মহিউদ্দীন খানের লোকজন ও স্থানীয় ক্লাবের যুবকদের মধ্যে হট্টগোল ও উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় পক্ষে বিপক্ষে পাল্টা-পাল্টি অভিযোগও উঠে।
এ ঘটনায় মহিউদ্দীন পক্ষে ১৬ জন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ হলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। ইতোমধ্যে অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছেন বলে জানানো হয়েছে।

Discussion about this post