শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) ॥ করোনাকালে স্বাস্থ্য সচেতনতায় বৃহত্তর স্বার্থে খুলনার পাইকগাছা উপজেলার সর্ব বৃহৎ চাঁদখালী পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গত রবিবার (১১ জুলাই) উপজেলা প্রশাসনের নির্দেশে এ হাটের সকল প্রকার দোকান-পাট ও পশুর হাটি বন্ধ করে দেওয়া হয়।
দেশের ভয়াবহ করোনা পরিস্থিতিতে বাজারে জনসমাগম নিয়ন্ত্রনে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের ব্যাপক তৎপরতার মধ্যেও স্বাস্থ্য বিধি উপেক্ষা করে শুরুতেই চাঁদখালী বাজারে দোকান পাট ও পশুর হাটটি খোলা রাখায় ব্যাপক জনসমাগমের প্রেক্ষিতে ঝুঁকির মধ্যে প্রশ্নবিদ্ধ হয় বিষয়টি।
লকডাউন বা বিধিনিষেধ কার্যকর করতে সর্বশেষ রবিবার সকালে উপজেলা প্রশাসনের নির্দেশে স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব আব্বাস উদ্দীন, আনছার ও সিপিপি সদস্যসহ স্থানীয়রা দোকানপাট সহ পশুরহাটটি বন্ধ করে দেন।
প্রসঙ্গত, গত রবিবার (১১ জুলাই) সকালে বিধিনিষেধে কার্যকর করতে গিয়ে গরুর হাটের সাবেক ইজারাদার মহিউদ্দীন খানের লোকজন ও স্থানীয় ক্লাবের যুবকদের মধ্যে হট্টগোল ও উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় পক্ষে বিপক্ষে পাল্টা-পাল্টি অভিযোগও উঠে।
এ ঘটনায় মহিউদ্দীন পক্ষে ১৬ জন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ হলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। ইতোমধ্যে অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছেন বলে জানানো হয়েছে।