Print Date & Time : 11 September 2025 Thursday 6:45 am

পাইকগাছার ১শ” এতিম শিক্ষার্থীর মাঝে উপকরণ বিতরণ

যশোর সমাজসেবা বøাড ফাউন্ডশেন এর উদ্যোগে খুলনার পাইকগাছার কারীমিয়া আরাবিয়া কওমী মাদ্রাসার এক শ’ দুঃস্থ এতিমদরে মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) সকালে পৌরসদরস্থ মাদ্রাসা প্রতিষ্ঠানে  ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মোমিন খাতা ও কলম প্রদান করেন। এ সময় ভর্চুয়ালী অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ইউসুফ শেখ, ব্যবস্থাপনা পরিচালক সোহেলী আক্তার রুমা, উপদষ্টো পরিচালক এ্যাড. রোকনুজ্জামান, তারকে হোসনে, সহ-সাধারণ সম্পাদক রাজু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী মোসাদ্দকে হোসনে জিহাদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম রোহান, আই সি টি সম্পাদক আল ইমরানসহ কমিটরির সকল সদস্যবৃন্দ।

এয়াড়াও অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য শেখ রুহুল কুদ্দুস ও সার্বিক বিতরণ কার্যক্রমে  সহযোগিতা করনে ব্যবসায়ী মোঃ আল-আমিন গাজী।

আর//দৈনিক দেশতথ্য//২৪ মে-২০২২//