শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: ৪র্থ পর্যায়ে খুলনার পাইকগাছার এমন ৬৬টি ভূমি ও গৃহহীন পরিবারকে হস্তান্তর করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমিসহ ঘর।
বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের
মাধ্যমে একযোগে সারাদেশের ৩৯ হাজার ৩শ ৬৫টি পরিবারের মাঝে জমি ও ঘরের
দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
এরপর খুলনা ৬ (পাইকগাছা- কয়রা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু চতুর্থ পর্যায়ে উপজেলার ৬৬টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘরের দলিল হস্তান্তর করেন। বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহারের জমি ও ঘরের দলিল হাতে পেয়ে উপকারভোগীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
ঘর ও জমির দলিল হস্তান্তর কার্যক্রমের শুরুতেই এমপি বাবু প্রধানমন্ত্রীর
সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে উপকারভোগী পরিবারগুলোর হাতে রজনী
গন্ধার স্টিক তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জমি ও ঘরের দলিল হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহকারী কমিশনার ( ভূমি) আরাফাত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নীতিষ চন্দ্র গোলদার, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, অধ্যক্ষ মিহির বরন মন্ডল, এসআই মোশারেফ হোসেন, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কওসার আলী জোয়াদ্দার, আঃ মান্নান গাজী, রিপন কুমার মন্ডল, কাজল কান্তি বিশ্বাস, শাহাজাদা মোঃ আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post