Print Date & Time : 30 July 2025 Wednesday 9:54 pm

পাইকগাছায় অবৈধভাবে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

খুলনার পাইকগাছায় লাইসেন্স বিহীন অবৈধভাবে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (০৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাড়ুলীর কাটিপাড়া বাজারের বায়েজিদ নামের এক ব্যবসায়ীকে উক্ত জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া বাজারে লাইসেন্স বিহীন অবৈধভাবে সার মজুদ ও বিক্রির খবরে জনৈক বায়েজিদ নামের এক ব্যবসায়ীর দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তার গোডাউনে অবৈধভাবে মজুদকৃত প্রচুর পরিমান বিভিন্ন প্রকার সার পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল- আমিন অবৈধভাবে সার মজুদ ও বিক্রয়ের দায়ে ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ জাহাঙ্গীর আলমসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ/