পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির পৃথক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দীর্ঘ সময় ধরে অনুষ্ঠিত দু’টি সভায় প্রধান অতিথি খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য আলহাজ্জ মো: আক্তারুজ্জামান বাবু নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে তুলে ধরেন।
পৃথক দু’টি সভায় সভাপতিত্ব করেন, যথাক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।
পাইকগাছায় যোগদানের পর মুহাম্মদ আল আমিন প্রথম কোন সরকারী সভায় যোগদান করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এএসপি (ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও ইন্সপেক্টর ( তদন্ত) তুষার কান্তি দাশ।
দুটি সভায় বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের সরকারী কর্মকর্তাসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মধ্যে উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়াদ্দার, আঃ মান্নান গাজী, আবু জাফর সিদ্দিকী রাজু, রিপন কুমার মন্ডল, কে,এম আরিফুজ্জামান, জি,এম আঃ ছালাম কেরু,শাহজাদা মোঃ আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম ও ভারঃ চেয়ারম্যান পুলকেশ রায়সহ গণমাধ্যম কর্মীরা।
দৈনিক দেশতথ্য//এইচ/