আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক বিরোধী দলীয় হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ হারুনর রশিদ’র পক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মতবিনিময় সভা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন’র সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আওয়ামীলীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ’র সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, উপজেলা শ্রমিকলীগ’র যুগ্ম আহবায়ক হায়দার আলী।
মতবিনিময় সভায় ইউপি সদস্য জি এম তাজউদ্দীন, অরবিন্দু কুমার মন্ডলসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ সহ অন্যান্যরা।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৪,২০২২//

Discussion about this post