শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) :
খুলনার পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অধিবাসী দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।
সুশীলনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের
হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম।
এতে আঃ আজিজ, পূর্ণ চন্দ্র মন্ডল, সুশীলনের তাপস কুমার দাশ, বিপ্লব
মন্ডল, সঞ্জয় কুমার পাল ও আরিফুন্নেছাসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন
দপ্তরের কর্মকর্তা, এনজিও’র প্রতিনিধিবৃন্দ ও অভিবাসীরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য/এসএইচ//

Discussion about this post