বজ্রপাতের ঝুঁকি মোকাবেলায় ও জনসচেতনতা বৃদ্ধি কল্পে পাইকগাছা কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সীমান্তবর্তী কাশিমনগর আশ্রয়ন প্রকল্প, শ্মশান ঘাটসহ সেখানকার বিভিন্ন এলাকায় তালের বীজ বপন করা হয়েছে।
এসময় আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে সব্জি বীজ বিতরন ও পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী, ফল ও প্রযুক্তি গ্রাম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি অধিদপ্তর খুলনার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জাকিয়া সুলতানা, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) এস, এম মিজান মাহমুদ, পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা এসএপিপিও বিশ্বজিৎ কুমার। উপস্থিত ছিলেন, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইয়াসিন হোসন, নাহিদ খান। এছাড়া স্থানীয় সাংবাদিক, কৃষক, শ্মশান কমিটির নের্তৃবৃন্দ, আদর্শ গ্রামের বাসিন্দারা।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বিভিন্ন প্রদর্শনী দেখে মুগ্ধ হন ও স্থানীয় কৃষি কর্মকর্তাদের উপর সন্তোষ প্রকাশ করেন। এসময় তারা পারিবারিক পুষ্টিবাগান, ফল ও প্রযুক্তিসহ তালগাছ রোপনের গুরুত্ব তুলে ধরে সকলকে এব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিবেশীদের উদ্বুদ্ধ করতে বলেন। বিশেষ করে বজ্রপাতের ঝুঁকি মোকাবেলায় তাল গাছ রোপনের গুরুত্ব তুলে ধরেন।
কাশিমনগরস্থ আশ্রয়ন-২ প্রকল্পের বাসিন্দাদের দেওয়া পারিবারিক পুষ্টিবাগান পরিদর্শনে গিয়ে সেখানকার বাসিন্দাদের মধ্যে বিভিন্ন শাক-সব্জির বীজ বিতরন করেন।
কপোতাক্ষের চরভরাটি জমিতে মনোরম পরিবেশে গড়ে ওঠা ছিন্নমূল মানুষের বসতি ও পাশ ঘেঁষে বনায়নের সাথে আলতো কৃষির ছোঁয়ায় নতুন প্রাণ ফিরেছে আশ্রয়নের বাসিন্দাদের মধ্যে।
দৈনিক দেশতথ্য//এইচ/