শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় দুস্থ মহিলা উন্নয়ন কর্মসুচির (ভিজিডি) সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ তুলে রাড়–লী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগ করেছেন ভুক্তভোগী অসহায় উপকারভোগীরা।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রাড়–লী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের উপকার ভোগীরা ২,৩ ও ৪ নং ওয়ার্ড ইউপি সদস্যদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট উক্ত অভিযোগ করেন।
সর্বশেষ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম অভিযোগের ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তাদেশ দিয়েছেন।
তথ্য অনুসন্ধানে জানাযায়, সরকার অসহায় পরিবারের খাদ্য সংকট নিরসনের জন্য ভিজিডি কার্ড এর মাধ্যমে চাউল প্রদানের ব্যবস্থা করেছেন। কার্ড প্রতি ৩০ কেজি করে চাউল প্রদান করা হয়ে থাকে। প্রতি মাসে ৩০ কেজি চাউল প্রদানের সময় প্রত্যেকের নিকট থেকে দায়িত্বরত এনজিও প্রতিনিধি ২০০ টাকা করে সঞ্চয় বাবদ আদায় করে থাকেন। আদায়কৃত টাকা প্রত্যেক কার্ডধারীর নামে ইউনিয়ন পরিষদে অবস্থিত ব্যাংক এশিয়ার শাখায় স্ব-স্ব হিসাবে জমা করে থাকেন। একজন কার্ডধারী একটানা দু’বছর অর্থাৎ ২৪ মাস চাউল উত্তোলন ও ২০০ টাকা করে জমা দিয়ে থাকেন। দু বছর পূর্ণ হলে সেই উপকার ভোগীর কার্ডটি বাতিল করে সঞ্চয়কৃত টাকা তাকে ফেরত দেওয়ার নিয়ম রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, ভিজিডি কার্ডের দু বছর পূর্ণ হলে তাদের কার্ড বাতিল করা হলে সঞ্চয়ের টাকা ফেরত চাইতে গিয়েই মূলত বেধেছে যত বিপত্তি।
সেলিনা খাতুনসহ একাধিক উপকারভোগীরা অভিযোগ করে বলেন, রাড়–লী ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য মফিজুল ইসলাম, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য ইলিয়াস হোসেন, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য ছহিল উদ্দীনের নিকট স্ব স্ব ওয়ার্ডের উপকার ভোগীরা ভিজিডি কার্ডের মেয়াদ শেষ হওয়ার পর তাদের দু বছরের সঞ্চয়ের সমুদয় টাকা ফেরত চাইলে তারা বিভিন্ন ভয়ভীতি ও মিথ্যামামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছেন।
সর্বশেষ নিরুপায় হয়ে রাড়–লীর বিভিন্ন ওয়ার্ডের উপকারভোগীরা একত্রিত হয়ে নিয়ম অনুযায়ী তাদের জমাকৃত টাকা ফেরত পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেছেন।
এ ব্যাপারে রাড়–লীর ৩নং ওয়ার্ড ইউপি সদস্য ইলিয়াস হোসেন অর্থ আত্মসাতের ব্যপারটি অস্বীকার করে বলেন, কার্ডধারীদের যার যেমন টাকা জমা হয়েছে তাকে তেমন টাকাই দেয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
স্থানীয় রাড়ুলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, তিনি নির্বাচিত হওয়ার পর ইউনিয় পরিষদে ১৪ মাসের টাকা জমা রয়েছে। বাকি ১০ মাসের টাকা সাবেক চেয়ারম্যান হিসাব দিবেন। তাছাড়া নিয়ম অনুযায়ী হতদরিদ্র কার্ডধারীদের সঞ্চয়ের টাকা সংশ্লিষ্ঠ ইউপি সদস্যরা ফেরত দিতে বাধ্য বলেও মন্তব্য করেন তিনি।
এ ব্যপারে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, অভিযোগ পেয়েছেন। সে বিষয়ে তদন্তের জন্য মহিলাবিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। টাকা আতœসাতের প্রমান পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
দৈনিক দেশতথ্য//এসএইচ//