Print Date & Time : 1 July 2025 Tuesday 4:46 pm

পাইকগাছায় উপজেলা চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ চুরি!

খুলনার পাইকগাছার উপজেলা চেয়ারম্যান ও আওয়া লীগের উপজেলা শাখার সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টুর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত ৩০ অক্টোবর দিবাগত রাতের যেকোন সময় অজ্ঞাত চোরেরা চেয়ারম্যানের সদরের শিববাড়ি ব্রীজ সংযোগ সড়ক সংলগ্ন বাড়িতে ঢুকে বারান্দার লোহার গেট ও ঘরের লোহার দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর ষ্টিলের আলমারী ও লকার ভেঙ্গে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে নির্বিঘ্নে চলে যায়। ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, ঘটনার রাতে চেয়ারম্যান স্ব-পরিবারে বাড়ির বাইরে থাকার সুযোগে চোরেরা চুরি করার সুযোগ পায়। পরের দিন বাড়ির কেয়ারটেকার প্রথমে বাড়িতে ঢুকে বারান্দা ও ঘরের দরজা ভাঙ্গা দেখে চুরির ঘটনা পরিবারকে জানান।

খবর পেয়ে চেয়ারম্যান স্ব-পরিবারে বাড়িতে গিয়ে দেখেন চোরেরা প্রথমে বারান্দার লোহার গেট ও পরে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ষ্টিলের আলমারী ও লকার ভেঙ্গে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ অন্তত ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ সময় চোরেরা বসত ঘরের আসবাবপত্র তছনছ করে রেখে যায় বলে সূত্র জানায়।

এব্যাপারে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জা// দৈনিক দেশতথ্য// ১ নভেম্বর, ২০২২//