Print Date & Time : 12 May 2025 Monday 3:16 pm

পাইকগাছায় কচ্ছপসহ ব্যবসায়ী আটক

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা পৌর সদরের সরল বাজারে ২১টি কচ্ছপসহ এক ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২১শে নভেম্বর) সন্ধ্যায় ২১টি কচ্ছপসহ মনোরঞ্জন নামের ওই ব্যবসয়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। মনোরঞ্জন মন্ডল(৫৫) পৌর সদরস্থ সরল ৫নং ওয়ার্ডের বাসিন্দা বিনোদ বিহারী মন্ডলের পুত্র।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম “বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২” মোতাবেক মনোরঞ্জন মন্ডলকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় উদ্ধারকৃত কচ্ছপগুলো সরল পুকুরে অবমুক্ত করা হয়।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ টিপু সুলতান, পুলিশের উপপরিদর্শক মোঃ তরিকুল ইসলাম, উপপরিদর্শক নিরুপম নন্দী, উপপরিদর্শক ব্রজ কিশোর, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন এবং আনসার সদস্য রাকিব ও শুচিন উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//