‘কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র- শান্তি শৃংখলা সর্বত্র’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সকালে আমন্ত্রিত অতিথিবৃন্দ পাইকগাছা থানার মূল ফটকের সামনে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে থানার বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ দাউদ শরীফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত ছিলেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
প্রধান অতিথির বক্তৃতায় এমপি বাবু বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশ এগিয়ে চলেছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নিরলস পরিশ্রম করে। সেই সঙ্গে বাংলাদেশ পুলিশকে সহায়তা করছে কমিউনিটি পুলিশ।
সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে।
পাইকগাছা পৌরসভা পুলিশিং কমিটির সম্পাদক সহঃ অধ্যাপক মোঃ ময়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামান তুহিন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান গাজী, কাজল কান্তি বিশ্বাস, জি.এম.আব্দুস সালাম কেরু।
অন্যান্যদের মধ্যে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম রবি, পৌরসভা পুলিশিং কমিটির সভাপতি শেখ আনিছুর রহমান মুক্ত, প্রেসক্লাবের সভাপতি এ্যাড.এফএম এ রাজ্জাক, অধ্যক্ষ রবিউল ইসলাম, আরশাদ আলী বিশ্বাস, শেখ ইকবাল হোসেন খোকন, নির্মল চন্দ্র অধিকারী, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, এসএম শাহবুদ্দীন শাহীন, নির্মল কান্তি মন্ডল, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, মোঃ আকরামুল ইসলাম, ছাত্রলীগনেতা তানজীম মোস্তাফিজ বাচ্চু ও রায়হান পারভেজ রনি সহ মুক্তিযোদ্ধা, থানা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, পুলিশিং কমিটির সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জা// দৈনিক দেশতথ্য// ২৮ অক্টোবর, ২০২২//

Discussion about this post