Print Date & Time : 9 September 2025 Tuesday 3:46 pm

পাইকগাছায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় কমন ইন্টারেষ্ট গ্রুপ সি,আই,জি ও নন সি,আই,জি খামারী/কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২মে) সকাল ১১টায় গদাইপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পাইকগাছা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম -ফেজ-২ প্রজেষ্ট(এনএটিপি) অর্থায়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া।
বিশেষ অতিথি ছিলেন, উপ- সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, এস, এম কামরুল আবেদীন, কৃষি উপসহকারী ডল্টন রায়, বিথিকা রানী রায়। এস এম বাবুল আক্তার মোঃ আসাদুল ইসলাম। ইউপি সচিব বেল্লাল হোসেন, এন,এ,টি,পি,সহকারী শুভংকর গোলদার।

উপজেলা প্রাণিসম্পদের এন,এ,টি,পি,সিল,মোঃ ফসিয়ার রহমানের সার্বিক পরিচালনায় সি,আই,জিদের সাফল্যের বিষয়ে বক্তব্য রাখেন, চম্পক কুমার সাধুও মনিরুল ইসলাম।

নন,সি,আই,জিদের মধ্যে বক্তব্য রাখেন, শেখ খোরশেদুর রহমান, মোবারক হোসেন গাজী, জাহানারা খাতুন, নাজমা খাতুন, শহিদুল ইসলাম, খুকু মনি, আবু হাসান।

দৈনিক দেশতথ্য//এল//