Print Date & Time : 23 April 2025 Wednesday 11:49 am

পাইকগাছায় গাঁজাসহ কিশোর বিক্রেতা আটক

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি॥ পাইকগাছার হরিঢালী ক্যাম্প পুলিশের অভিযানে গাঁজাসহ আয়ুব সানা (২০) নামে এক কিশোরকে আটক করেছে। সে স্থানীয় হরিঢালী গ্রামের রহমত আলী সানার ছেলে।

হরিঢালী পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আইয়ুব হোসেন জানান, শনিবার (১০ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ক্যাম্প সহকরী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) কামরুজ্জামান সংগীয় ফোর্সসহ হরিঢালীর উলুডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে আয়ুব আলীকে আটক করে।

পুলিশ জানায়, আয়ুব সেখানে আগে থেকে মাদক বিক্রির জন্য অপেক্ষা করছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে দৌড়ে ধরে। এসময় তার দেহতল্লাশী করে পুলিশ গাঁজা উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সে দীর্ঘ দিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে এলাকার পরিবেশ নষ্ট করে আসছিল।

পাইকগাছা থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) স্বপন রায় জানান, আইয়ুব সানা একজন মাদক ব্যাবসায়ী তার নামে পাইকগাছা থানায় মাদক আইনে মামলা হয়েছে। যার নং- ৯।