শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি॥ পাইকগাছার হরিঢালী ফাঁড়ি পুলিশর হাতে ৩০ গ্রাম গাঁজাসহ আলাউদ্দীন গাজী (৪৫) নামে এক সেবনকারীকে আটক করেছে। আটক আলাউদ্দীন হরিঢালীর রহিমপুর গ্রামের আনার গাজীর ছেলে।
জানাগেছে, মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যায় হরিঢারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আইউব আলী ও এএসআই মো: কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ১নং বিট এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রহিমপুর এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এই ঘটনায় এসআই (নিঃ) আইয়ুব আলী বাদী হয়ে পাইকগাছা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।

Discussion about this post