Print Date & Time : 13 September 2025 Saturday 2:10 pm

পাইকগাছায় গৃহবধুর আত্মহত্যা

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছেন।
রোববার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার লতা ইউনিয়নের পুটিমারি গ্রামে ঘটনাটি
ঘটেছে। নিহত গৃহবধু পুটিমারি গ্রামের অসিম মন্ডলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানাযায়, পারিবারিক কলহের জের ধরে রোববার সন্ধ্যায় ওই গৃহবধু বিষাক্ত গ্যাস ট্যাবলেট খান। এরপর পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য কপিলমুনি হাসপাতালে নিয়ে আসেন। এরপর
তার শারিরীক অবস্থার অবনতি হলে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথিমধ্যে রাত সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু হয়। এরপর পুলিশকে না জানিয়ে ওই রাতেই বাড়িতে পৌঁছে গোপনে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয় বলেও স্থানীয়রা অভিযোগ করেন।

এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস বলেন, ওই গৃহবধূ দীর্ঘ দিন অসুস্থ্য ছিলেন। সে কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান জানান, গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধুর আত্মহত্যার ব্যাপারে তাকে কিছুই জানানো হয়নি।

দৈনিক দেশতথ্য//এসএইচ//