Print Date & Time : 2 July 2025 Wednesday 3:58 am

পাইকগাছায় চিকিৎসাধীন গৃহবধূর মৃত্যু

খুলনার পাইকগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে শহীদ শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। এক সন্তানের জননী প্রিতিলতা মন্ডল (২২) পৌর সদরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা গোপাল চন্দ্র মন্ডলের স্ত্রী।

গৃহবধূর স্বামী গোপাল চন্দ্র মন্ডল জানান, গত শনিবার বিকেলে তিনি সস্ত্রীক শিশু পুত্র সৃজন (৩) নিয়ে বড়দল ব্রিজ হয়ে সাতক্ষীরার কালীগঞ্জ যাওয়ার পথিমধ্যে গরুর সাথে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রী পেছনে পড়ে গিয়ে মাথায় থাকা ক্লিপে গুরুতর আহত হন এবং শিশু পুত্র পাশেই ছিটকে পড়ে।

এর পর প্রথমে তাদেরকে উদ্ধার করে প্রথমে আশাশুনিয়া হাসপাতাল ও পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ বৃহষ্পতিবার রাতে তার শারিরীক অবস্থার অবনতিওই রাতেই চিকিৎসকদেও পরামর্শে শহীদ শেখ আবু নাসের হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলে রাত সাড়ে ১০টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তাদের একমাত্র শিশু পুত্র সুস্থ রয়েছেন বলেও জানান তিনি।

জা//দৈনিক দেশতথ্য// ২১ অক্টোবর ২০২২//