শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা):
খুলনার পাইকগাছার চাঁদখালী বাজারের একটি দোকানের চালার টিন কেটে নগদ অর্থ চুরির দুঃসাহসিক ঘটনা ঘটেছে।
সোমবার রাতে অজ্ঞাত চোররা নগদ অর্থ, মোবাইলের রিচার্জ কার্ড এবং বিভিন্ন ব্যান্ডের সিগারেটসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। সর্বশেষ এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
ভুক্তভোগী দোকান মালিক মতিয়ার গাজী (৪৪) জানান, অন্যান্য দিনের ন্যায় তিনি সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে দোকান ঘর বন্ধ করে তালা লাগিয়ে বাড়িতে চলে যান। এরপর মঙ্গলবার সকালে এসে দেখতে পান দোকানের চালার টিন খোলা। তাৎক্ষণিক তিনি ডাকচিৎকার করতে থাকলে বাজারের অন্যান্য ব্যবসায়ীরাসহ স্থানীয়রা এগিয়ে এলে তিনিসহ সকলে মিলে তার দোকানের ভিতরে প্রবেশ করে দেখতে পান তার দোকানে রাখা ব্যবসায়িক নগদ প্রায় ২ লক্ষ ৩৬ হাজার টাকা, ৩৫ হাজার টাকার রিচার্জ কার্ড, ১৫ শ’ টাকা মূল্যের একটি মোবাইল, বিভিন্ন ব্যান্ডের ১৪ হাজার টাকার সিগারেট ও অন্যন্য মুদি মালামালসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে অজ্ঞাত চোররা। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক হুমায়ুন আহমেদ জানান, মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত পূর্বক গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক দেশতথ্য// এইচ//