Print Date & Time : 17 July 2025 Thursday 6:45 pm

পাইকগাছায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) :প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল’র কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে পাইকগাছা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার (২৪ মে) বিকেলে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চৌরাস্তা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
ছাত্রলীগনেতা তানজীম মোস্তাফিজ বাচ্চুর সভাপতিত্বে ও রায়হান পারভেজ রনির পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, মাসুদুর রহমান মানিক, আজমল হোসেন বাবু, ছাত্রলীগনেতা রমজান সরদার, রাশেদুজ্জামান রাসেল, মাহবুবুর রহমান নয়ন, দিপায়ন বিশ্বাস, ফয়সাল মাহমুদ, ইমরানুল কবির নাসিম, ইমরান হোসেন, রাসেল সরদার, দিদারুল ইসলাম দিদার, মোঃ রাসেল মোড়ল, সাব্বির হোসেন, শাহাদুজ্জামান আসিফ, শাহিন শাহ বাদশা, বাবলু গাজী, রসূল গাজী, অহিদুজ্জামান অহিদ, আকাশ মোড়ল, শেখ সবুজ, এইচ এম তানজিম, খায়রুল ইসলাম, মিরাজ, মাসুদ, ইয়াসিন, প্লাবন, রায়হান, তোহিদ, জগদীশ, রাকিব, সীমান্ত, মিরাজ, নাজমুল, খালিদ, আজমাইন আবরার মুক্ত, রায়হান, বিপ্লব, পলাশ, রহিম, হাকিম, রাসেল, শাকিল, ইমন, হুসাইন, আশিক, কৌশিক, হাফিজ, রাকিব, নাঈল, রসূল, আরিফুল, নয়ন, যুবরাজ, দেলোয়ার ও মোক্তার।
সমাবেশে উপজেলার সকল ইউনিয়নের ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেয়।

দৈনিক দেশতথ্য//এল//