শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় স্বত্ত্বদখলীয় জমিতে হামলা ও ভাংচুরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঘটনাটি গত ১৫ নভেম্বর সকালে উপজেলার পৌর সদরে ঘটেছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়, পাইকগাছা উপজেলা পরিষদের সামনের মৃত সুলতান গাজীর ছেলে আল মনসুর সরল মৌজায় এসএ ১৭৫ খতিয়ানের ৭৩৩,৭৩৪,৭৩৫,৭৩৬ সহ কয়েকটি দাগের যা বর্তমান বিআরএস ৩৩০ নং খতিয়ানে প্রস্তুত ৩.৮৪ শতক জমি খরিদ করে ঘর তৈরির দখল করে আসছিলেন। একপর্যায়ে গত ১৫ নভেম্বর সকালে প্রতিপক্ষ সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গুনাকরকাটি গ্রামের মৃত জহির উদ্দীন এর ছেলে আমিন উল্লাহ আজিজ, হামিদ উল্লাহ আজিজ ও আমিন উল্লাহর ছেলে আবির হোসেন’র নের্তৃত্বে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, যুবলীগের সাবেক নেতা শেখ মাসুদুর রহমানসহ মুনসুরের স্বত্ত্ব দখলীয় জমিতে প্রবেশ করে ভাংচুরের ঘটনা ঘটায়।
এতে বিপ্লব কুমার মন্ডল নামে একজন গুরুতর আহত হয়। এছাড়া হামলাকারীরা লুটপাট করে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে বলেও উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মনসুর বাদী হয়ে ছাত্রলীগ সাধারন সম্পাদকসহ ৬ জনকে আসামি করে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছেন। যার নং- সি আর ১২৯৭/২২। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ঘটনার তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই খুলনাকে নির্দেশ দিয়েছেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post