খুলনার পাইকগাছায় এক গৃহবধূর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই কালে শুকুর আলী (৩০) নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। সে উপজেলার প্রতাপকাটি গ্রামের নেছার আলী গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ৭ টার দিকে একই এলাকার মিন্টু দাশের স্ত্রী প্রতিভা (২৫) কপিলমুনি বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সলুয়া রাস্তা এলাকায় পৌছালে নেছার আলী গাজীর ছেলে শুকুর আলী গাজী ও আজিজ গাজীর ছেলে সামাদ গাজী (৩৫) প্রতিভা দাশের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এসময় ওই গৃহবধূ প্রতিভার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছিনতাইকারীদেরকে ধাওয়া করে। এরই মধ্যে ঘটনার জানান দিয়ে পুলিশে খবর দেওয়া হয়।এরপর ছিনতাইকারীরা পালানোর সময় পুলিশ ঘটনাস্থলে পৌছে শুকুর আলী কে আটক করলেও এর আগেই সুযোগ বুঝে সামাদ পালিয়ে যায়। এ ঘটনায় প্রতিভা দাশের শশুর নারায়ন চন্দ্র দাশ বাদী হয়ে দু’জনের নাম উল্লেখ করে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন।
এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, দস্যুতা আইনে শুকুর আলী ও সামাদ গাজীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সর্বশেষ আটক শুকুরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে, অপর আসমিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে বলেও জানান তিনি।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১৭,২০২২//

Discussion about this post