খুলনার পাইকগাছায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) সকালে কৃষক প্রশিক্ষণ অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী।
এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম। কি নোট উপস্থাপন করেন, ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজান আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ অত্র এলাকার জনপ্রতিনিধি এবং কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়ের আহম্মেদ তুহিন উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন।
জা/দেশতথ্য//২৭-০৬-২০২২//১১.০৪ পিএম

Discussion about this post