Print Date & Time : 11 May 2025 Sunday 9:45 pm

পাইকগাছায় ট্রলিচাপায় শিশুর মৃত্যু

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ইটবাহী ট্রলি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার চাঁদখালীর চককাওয়ালী এলাকায় হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে। শিশু জান্নাতুল (৩) সাতক্ষীরার কালীগঞ্জের সুতা গ্রামের আল-আমীন হোসেনের মেয়ে। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রলিটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।

এব্যাপারে নিহত শিশুটির পিতা আল-আমীন জানান, ঘটনারদিন শনিবার সকালে তার ৩ বছর বয়সী শিশু কন্যা জান্নাতুল বাড়ির সামনের রাস্তার ধারে খেলা করছিল।

এসময় সাতক্ষীরার আশাশুনির বড়দল এলাকার জনৈক আব্দুর রশিদের ইটের ভাটা থেকে একটি বেপরোয়া গতির ইটবোঝাই ট্রলি তার শিশু কন্যাকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এব্যাপারে পাইকগাছা থানার পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ট্রলিটি আটক করলেও ঘটনার পর পরই চালক পালিয়ে যায় । সর্বশেষ এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//