Print Date & Time : 23 April 2025 Wednesday 4:01 pm

পাইকগাছায় ডিবির অভিযানে ৪ শ’গ্রাম গাঁজাসহ আটক-১

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি॥ খুলনা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে পাইকগাছায় ৪শ’ গ্রাম গাঁজাসহ হিমাংশু সরকার (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে উপজেলার পার মধুখালী গ্রামের নিরোদ সরকারের ছেলে।

শনিবার (১০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম উপজেলার চাঁদখারীর পারমধুখালীর চৌমোহনী খেঁয়াঘাট এলাকায় আকষ্মিক অভিযান চালিয়ে হিমাংশুকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি সাদা রংয়ের শপিং ব্যাগের মধ্যে একটি স্বচ্ছ পলিপ্যাকে মোড়ানো অবস্থায় ৪ শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাইকগাছা থানায় একটি মামলা হয়েছে। যার নং- ১০, তারিখ- ১০/০৭/২০২১, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দ:বি:।