Print Date & Time : 31 July 2025 Thursday 3:35 pm

পাইকগাছায় দ্বিতীয় দিনে ২১ শ’ জনকে গণটিকা প্রদান

শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) ॥ করোনা ভাইরাস প্রতিরোধে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনে খুলনার পাইকগাছা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে ২১ শ’জনকে টিকা প্রদান করা হয়েছে।

দ্বিতীয় দিনে রবিবার (৮ আগস্ট) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ টিকা প্রদান করা হয়। এদিন পাইকগাছা পৌরসভার ৯ টি ওয়ার্ডের প্রতিটিতে ১ ‘শ করে ৯’শ এবং সোলাদনা, গদাইপুর ও লস্কর ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে ৪’শ করে মোট ১২’শ জনকে টিকা প্রদান করা হয়।

পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও তিন ইউনিয়নের চেয়ারম্যান যথাক্রমে এসএম এনামুল হক, গাজী জুনায়েদুর রহমান ও কেএম আরিফুজ্জামান তুহিন এ টিকা কার্যক্রমের উদ্ধোধন করেন।

রবিবার ইউনিয়ন পর্যায়ে গণটিকা প্রদান কেন্দ্রগুলো পরিদর্শন করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও উপজেলা সাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ নিতীশ চন্দ্র গোলদার।

প্রসঙ্গত, শনিবার (৭ আগস্ট) উপজেলার ৭ টি ইউনিয়নে অনুরুপ টিকা প্রদান করা হয়।