Print Date & Time : 13 May 2025 Tuesday 2:14 pm

পাইকগাছায় নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি আটক

খুলনার পাইকগাছায় নগদ টাকা ও তাস খেলার বিভিন্ন সরঞ্জামসহ ৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে আটককৃতদে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার গড়ুইখালী ইউনিয়নের বানবাড়িয়া গ্রামে জনৈক সিদ্দিকের তরমুজ ক্ষেতের ঘরে অভিযান পরিচালনা করে সোলাদানা ইউনিয়নের আবুবক্কর সানার ছেলে সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান (৪৩), একই ইউনিয়নের নুনিয়া পাড়া এলাকার নিতাইপদ সরদারের ছেলে অমৃত সরদার(৩৭) ও গড়ইখালী ইউনিয়নের বাইনবাড়িয়া এলাকার কৃষ্ণ পদ মন্ডলের ছেলে কৌস্তব মন্ডল(২৫) কে নগদ টাকা ও তাস খেলা সরঞ্জামসহ আটক করে থানা পুলিশ।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, আটক জুয়াড়িদে বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৮ মার্চ ২০২৩